বিশাল ফাঁটল বাম জোটে! মোদির ‘পিএমশ্রী’ অনুদান নিয়ে কেরলে সিপিএমের উপর কেন ক্ষুব্ধ সিপিআই – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
কেরলে পিএমশ্রী অনুদান গ্রহণ করায় এলডিএফ জোটসঙ্গী সিপিআই ক্ষুব্ধ। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত শর্তাবলী মেনে নেওয়ার আশঙ্কাতেই মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছেন সিপিআইয়ের চার মন্ত্রী। এই সিদ্ধান্তে জোটের মধ্যে বড়সড় ফাটল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশ থেকে ফিরলেই সিপিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে সিপিএম।