বোলারদের দাপট! ইডেনে গুজরাতের বিরুদ্ধে প্রথম দিনেই চাপে বাংলা, চালকের আসনে কারা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ইডেন গার্ডেন্সে প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছে বাংলা। তিন ব্যাটার অর্ধশতরান করলেও গুজরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব স্বস্তিতে নেই বাংলা। সুমন্ত গুপ্ত (৫১*) ও সুদীপ ঘরামি (৫৬) সর্বোচ্চ রান করেছেন। অন্যদিকে, আসাম বনাম সার্ভিসেস ম্যাচে প্রথম দিনেই পড়ল ২৫ উইকেট, যা কৌতূহল বাড়াচ্ছে।