আসামে হিমন্ত শর্মার ত্রাণ, ধূপগুড়িতে কেন ছুটলেন বিজেপি কর্মীরা? – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির ধূপগুড়িতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। আসাম থেকে পাঠানো ত্রাণসামগ্রী জলঢাকা নদী সংলগ্ন এলাকার বানভাসি মানুষের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা-কর্মীরা। সরকারি সাহায্যের অভাব এবং ত্রাণ বিতরণে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগের মধ্যেই বিজেপির এই মানবিক উদ্যোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।