রাস্তা বেহাল, পঞ্চায়েতের ভরসা নেই! বাধ্য হয়েই কোদাল হাতে নামলেন মানকরের গৃহবধূরা – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘদিন ধরে বেহাল মানকর উত্তর ক্যানেলপাড়ের রাস্তা। পঞ্চায়েতকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় এলাকার বাসিন্দারাই অবশেষে ঝুড়ি-কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন। গৃহবধূরাও এই উদ্যোগে সামিল। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, হেঁটে চলাও আসাম্ভব। এ বিষয়ে মানকর পঞ্চায়েত প্রধান মন্তব্য করতে রাজি হননি। পরিষেবা না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *