অনিবন্ধিত টোটো হলেই ‘ব্যান’ মেদিনীপুর পুরসভার! হঠাৎ মাইকিংয়ে শহরজুড়ে তোলপাড় – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
বেআইনি টোটো নিয়ন্ত্রণে কড়া মেদিনীপুর পুরসভা। রাজ্য সরকারের নির্দেশ মেনে রেজিস্ট্রেশন না করালে শহরের রাস্তায় টোটো নামতে দেওয়া হবে না বলে পুরসভার তরফে মাইকিং শুরু হয়েছে। চেয়ারম্যান সৌমেন খান জানান, যানজট এড়াতে টোটোর সংখ্যা বৃদ্ধি রোধে দ্রুত সরকারি নিয়ম মানা বাধ্যতামূলক। শহরে ৬০০০-এর বেশি টোটো চললেও অনেকের বৈধ কাগজপত্র নেই।