ঘুমন্ত স্ত্রীর চোখ লক্ষ্য করে কোপ, শাবল দিয়ে মাথায় আঘাত! নন্দীগ্রামে স্বামী বেপাত্তা, চাঞ্চল্য এলাকায় – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামের জয়নপুরে পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে হাসুয়া ও শাবল দিয়ে আঘাত করে স্বামী শেখ নজু বেপাত্তা। আশঙ্কাজনক অবস্থায় তমলুকের নার্সিংহোমে চিকিৎসাধীন গৃহবধূ। পরিবারের এফআইআরের ভিত্তিতে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি ও সালিশি সভা সত্ত্বেও সন্দেহের বশে এই কাণ্ড ঘটায় স্বামী।