বাড়ি নয় তারা-নক্ষত্রেই তৈরি হয়েছে সোনা, আসল কারণ জানলে চমকে যাবেন – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
সোনার দাম নিয়ে জল্পনা থাকলেও, সোনা কীভাবে তৈরি হয়? বিজ্ঞান বলছে, কোটি কোটি বছর আগে দুটি নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে সৃষ্ট বিপুল তাপ ও শক্তিতেই সৃষ্টি হয় এই অমূল্য ধাতু। সুপারনোভা বিস্ফোরণে তৈরি সেই সোনার কণা মহাবিশ্বের ধূলিকণা রূপে পৃথিবীতে এসে শিলাস্তরে জমাট বাঁধে। ল্যাবরেটরিতে সোনার নিউক্লিয়াসে ৭৯টি প্রোটন যুক্ত করে কৃত্রিমভাবে সোনা বানানো অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল।