আউশগ্রামে জনসমুদ্র! বড়মা কালীর বিসর্জনে কেন ড্রোন দিয়ে নজরদারি পুলিশের? – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুরে বড়মা কালীর রাজকীয় বিসর্জন ঘিরে সায়রের চারপাশে লক্ষাধিক মানুষের ভিড় হয়। জনজোয়ার সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১৩০ জন পুলিশকর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। সুষ্ঠুভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে।