৩০০ কোটির চিটফান্ডে তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার, উদ্ধার ৪০ লাখের সোনা – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের অন্দরে ফের কোন্দল ও বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার রাতে মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে প্রকাশ্যে খুনের ঘটনাও ঘটেছে।

চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল নেতার পুত্র গ্রেপ্তার

আসানসোল: ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসোল তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ। ঝাড়খণ্ডে পালানোর সময় আসানসোল উত্তর থানার পুলিশ তাঁকে আটক করে। তহসিনের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। প্রায় তিন হাজার বিনিয়োগকারীর টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে তহসিনের ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি জানিয়েছেন।

ইউসুফ পাঠানের বিরুদ্ধে দলেরই বিধায়কের ক্ষোভ

বহরমপুর: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এসেছে। এবার প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তাঁরই দলের বিধায়ক হুমায়ুন কবির। বিধায়কের অভিযোগ, সাংসদ ভরতপুর বা রেজিনগরের উন্নয়নে কোনো ভূমিকা রাখছেন না এবং এমপিএলএডিএস তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার করছেন না।

বিধায়ক হুমায়ুন কবির বলেন, “বহরমপুরের সাংসদ বিজয়া সম্মেলনী যেতে পারেন, কিন্তু নদী ভাঙন দেখতে আসার প্রয়োজন মনে করেন না। সাধারণ মানুষ তাঁকে এমপি বানিয়েছে, কিন্তু দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এটা কোনও ক্রিকেটের ময়দান নয়। এখানে ১৮ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আমার কাছে তথ্য আছে, এবং আমি সঠিক সময়ে তা আপনাদের সামনে আনব।”

হুমায়ুন কবির এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলেন, “জীবনকৃষ্ণ একবার গ্রেপ্তার হয়েছিলেন, তাতে কী? অনুব্রতও ২ বছর তিহার জেলে কাটিয়েছেন। তিনি জেলা সভাপতি নন, কিন্তু বীরভূম জেলার সর্বোচ্চ পদে এখনও অধিষ্ঠিত।” হুমায়ুন কবিরের এই মন্তব্য তৃণমূলের অন্দরের বিভেদকে আরও স্পষ্ট করেছে।

মেয়রের ওয়ার্ডে প্রকাশ্যে খুন

কলকাতা: শনিবার রাতে কলকাতার চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডে প্রকাশ্যে রাস্তায় খুন হন এক ব্যক্তি। রাত সাড়ে ১১টার সময় বাসস্ট্যান্ডের সামনে অশোক পাসওয়ান নামে ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে চেতলা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই মদের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *