১০ লক্ষণ যা কিডনি খারাপের স্পষ্ট ইঙ্গিত বিশেষজ্ঞের সতর্কতা উপেক্ষা করলে বিপদ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
কিডনি খারাপ হওয়ার ১০টি প্রাথমিক লক্ষণ জানালেন ডাক্তার সুধাংশু রায়। রক্ত পরিশোধিত করা ও জলের ভারসাম্য রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ অঙ্গটির উপর চাপ পড়লে শরীরে ক্লান্তি, পা ফোলা, মূত্রে ফেনা এবং ঘন ঘন প্রস্রাবের মতো উপসর্গ দেখা যায়। স্থায়ী ক্ষতি এড়াতে এই নীরব ইঙ্গিতগুলিকে কখনোই উপেক্ষা না করার পরামর্শ দিলেন তিনি। সময়মতো সতর্কতা ও সঠিক জীবনধারা কিডনিকে সুস্থ রাখবে।