অভিনেতার আইকনিক হেয়ারস্টাইল যার সৃষ্টি, শ্যুটিং সেটে কী ঘটল তার – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মাইসোরে ‘মর্দ’ ছবির শ্যুটিং চলাকালীন কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট হাকিম কাইরানভি অমিতাভ বচ্চনের হেয়ারকাট করার সময় আচমকা বুকে ব্যথা অনুভব করেন। পরের দিনই তিনি মারা যান। সত্তরের দশকে যিনি অভিনেতার আইকনিক হেয়ারস্টাইল তৈরি করেছিলেন, তাঁর এই মর্মান্তিক মৃত্যু শাহেনশা আজও ভুলতে পারেননি।