আর্থিক বিপদ এড়াতে মোটা মাইনেতেও সঞ্চয়ের ৫ সহজ সূত্র! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভালো রোজগার সত্ত্বেও সেভিংস নেই? ভবিষ্যৎ সুরক্ষিত করতে আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ—কঠোর বাজেট মেনে অপ্রয়োজনীয় খরচ ও ঋণ এড়ান। বেতনের অন্তত ৩০ শতাংশ প্রথমেই সঞ্চয় বা বিনিয়োগে রাখুন। বিশেষত, অবসর জীবন সুরক্ষিত রাখতে এই ৫টি সহজ টিপস মেনে চললে নিশ্চিত বিপদ এড়ানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *