ট্রাম্পের নয়া কোপ কানাডার উপর, ‘প্রতারণামূলক বিজ্ঞাপন’ বিতর্কে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কানাডার সঙ্গে শুল্ক সংঘাতে জড়ালেন। ‘প্রতারণামূলক বিজ্ঞাপন’ প্রচারের অভিযোগে কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এই শুল্ক বৃদ্ধি বর্তমান প্রদেয় শুল্কের ‘উপরন্তু’ হিসেবে কার্যকর হবে। অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের মাত্র দুই দিন পর ট্রাম্পের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের সম্প্রচারিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত। গত শুক্রবার টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের মধ্যে অনুষ্ঠিত মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। বিজ্ঞাপনে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে উদ্ধৃত করে শুল্ক আরোপের বিরুদ্ধে সতর্ক করা হয় এবং বলা হয় যে, শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। ট্রাম্প এই বিজ্ঞাপনকে ‘ভ্রান্তিকর’ বলে অভিযুক্ত করেছেন।

এর আগেও চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডা থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ এবং জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। জবাবে কানাডা যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। ইতিমধ্যে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কানাডাও আমেরিকান স্টিল, অ্যালুমিনিয়াম, যন্ত্রপাতি এবং কাস্ট-আয়রন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতিতে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পুনরায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানান।

আপনি যদি চান, আমি এই শুল্ক সংঘাতের বিষয়ে একটি বিশেষজ্ঞের মতামত খুঁজে দিতে পারি, অথবা শুল্কের ফলে কানাডার বাজারে কী প্রভাব পড়তে পারে তা জানতে সাহায্য করতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *