Bengaluru Shocker অটোতে চাদরে মোড়া মহিলার দেহ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর তিলকনগর মেইন রোডের পাশে দাঁড়ানো একটি অটোরিকশার ভিতর থেকে চাদরে মোড়া ৩৫ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সালমা, তাঁর চার সন্তান রয়েছে এবং মাথায় ভারী বস্তুর আঘাতে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পরিচিত কেউ এই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তদন্ত শুরু করে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে।