কালী প্রতিমা দর্শনে লাখো ভিড় – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
আউশগ্রামে বড়মা কালীর রাজকীয় বিসর্জন ঘিরে জনজোয়ার, সায়রের পাশে লক্ষাধিক মানুষের ভিড়। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল ১৩০ জন পুলিশকর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই জনসমুদ্রের উপর ড্রোন দিয়ে বিশেষ নজরদারি চালায় প্রশাসন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিসর্জন পর্ব।