স্বাস্থ্যের চাকরিতে এই পদে অভিজ্ঞতা ছাড়াই সুযোগ! বেতনের অঙ্ক কত? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য স্বাস্থ্য দফতরে ৭ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে WBHRB। জুনিয়র সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার-সহ একাধিক পদে নিয়োগ হবে। রসায়ন, ফার্মাসি বা বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তরদের পাশাপাশি বিশেষ অভিজ্ঞতা থাকলে স্নাতকেরাও আবেদন করতে পারবেন। প্রারম্ভিক বেতন ₹৩৫,৮০০ থেকে ₹৫৬,১০০ টাকা পর্যন্ত। দ্রুত অনলাইনে আবেদন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *