চেতলায় নৃশংস খুন মেয়র-সিপি’র ওয়ার্ডে, ওসি বদল কেন – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মেয়রের ওয়ার্ড চেতলায় নৃশংস খুনের ঘটনায় থানা স্তরে বড় রদবদল। ওসি সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন দায়িত্বে এলেন অমিতাভ সরখেল। খুনের পরেই ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার ও মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আরও ৫ জন চিহ্নিত।