অমূল্য ল্যুভর লুটের দুই চোর ধরা পড়ল, কী ভুল করলেন কোটি চুরির পরেও – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে মাত্র ৮ মিনিটে ৮৫০ কোটি টাকার গয়না লুটের ঘটনায় অবশেষে গ্রেপ্তার দুই দুষ্কৃতী। শার্ল দ্য গল বিমানবন্দর থেকে একজনকে এবং পরে আরও একজনকে পাকড়াও করে পুলিশ। স্যেঁন-স্যঁত-দেনির বাসিন্দা ওই দুইজনের কাছে ছিল ফরাসি রাজপরিবারের মুকুট, নেকলেস সহ বহুমূল্য রত্ন। ধরা পড়ার আগে সামান্য হলেই একজন প্লেন ধরে পালাতে পারতেন। চুরির পর মিউজিয়ামের বাকি অমূল্য গয়না স্থানান্তরিত হল ফ্রান্সের ব্যাঙ্কের গোপন ভল্টে।