চেতলায় ফিরহাদের ওয়ার্ডে গলায় শাবল ঢুকিয়ে খুন! – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় মদের আসরে বচসার জেরে ভয়াবহ খুনের ঘটনা ঘটল। জানা গিয়েছে, অশোক পাসোয়ান নামে এক ব্যক্তিকে তাঁরই এক সঙ্গী গলায় শাবল ঢুকিয়ে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ। মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ১৭ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই শনিবার রাতে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ড ঘিরে স্থানীয়দের মনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই চেতলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুখেন্দু মুখোপাধ্যায়কে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ সরখেলকে। এই রদবদল নিয়ে পুলিশ মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

স্থানীয়দের প্রশ্ন, ঘনবসতিপূর্ণ এবং মন্ত্রীর ওয়ার্ডের এত কাছে কীভাবে এমন একটি নৃশংস ঘটনা ঘটল? মদের আসরে সামান্য বচসা কীভাবে খুনের মতো চরম পরিণতি পেল, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের নেপথ্যে আর কী কারণ থাকতে পারে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *