মারাত্মক মোড় মহারাষ্ট্রের চিকিৎসক মৃত্যুতে যা ঘটল – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক আত্মহত্যার ঘটনায় বিরাট মোড়। মৃত্যুর আগে হাতের তালুতে যাঁদের নাম লিখেছিলেন, সেই পুলিশ ইনস্পেক্টর ও বাড়িওয়ালার পুত্র গ্রেপ্তার। তবে যুবকের দিদি দাবি করেছেন, চিকিৎসক তাঁর ভাইকে বিয়ে করতে চেয়েছিলেন। প্রত্যাখ্যাত হয়েই হেনস্থা শুরু করেন। অন্যদিকে, মৃতার পরিবার পুলিশি চাপ ও অনৈতিক কাজের জন্য ভুয়ো মেডিক্যাল রিপোর্ট লেখার হুমকির অভিযোগ করেছে। তদন্তে উঠে আসছে পালটা অভিযোগ ও চাঞ্চল্যকর তথ্য।