SSC-র নিয়োগে বড় চমক! অভিজ্ঞতা থাকলেই মিলবে অতিরিক্ত নম্বর? জানুন বিস্তারিত – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা অভিজ্ঞ প্রার্থীদের বাড়তি সুবিধা দিতে চলেছে। সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মোট ৮,৪৭৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ৫ নম্বর বরাদ্দ করা হয়েছে।

তাহলে কি অভিজ্ঞতা না থাকলে পিছিয়ে পড়বেন চাকরিপ্রার্থীরা? আসলে, গ্রুপ-সি শিক্ষাকর্মী পদে মোট ১০০ নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে লিখিত পরীক্ষায় ৬০ নম্বর (ওএমআর-এর মাধ্যমে), শিক্ষাগত যোগ্যতার স্কোরে ১০ নম্বর, ইন্টারভিউ বা ব্যক্তিত্বের মূল্যায়নে ১০ নম্বর এবং কম্পিউটার টাইপিং ও অতিরিক্ত কম্পিউটার জ্ঞানের জন্য মোট ১৫ নম্বর ধার্য করা হয়েছে। এর পাশাপাশি, কাজের অভিজ্ঞতার জন্য বরাদ্দ থাকছে এই অতিরিক্ত ৫ নম্বর।

এই সিদ্ধান্তের ফলে পূর্বে যারা শিক্ষাকর্মী হিসেবে কাজ করেছেন, তাদের কাছে এই নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদের মধ্যে গ্রুপ-সি (করণিক) পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৪৮টি কর্মীর প্রয়োজন।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষাটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আবেদন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়াটিও সম্পূর্ণ হবে অনলাইনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *