বিধাননগর রোড স্টেশনে হঠাৎ কেন বন্ধ হল ৮টি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ? যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন – এবেলা
/indian-express-bangla/media/media_files/WGMMjWqO49OSi0HDRjii.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
বিধাননগর রোড স্টেশন থেকে এবার চার জোড়া অর্থাৎ মোট আটটি মেল ও এক্সপ্রেস ট্রেন আর দাঁড়াবে না। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এই ঘোষণার পরই নিত্যযাত্রীদের মধ্যে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এমন পদক্ষেপ?
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কিছুদিন ধরে দূরপাল্লার এই ট্রেনগুলিতে বিধাননগর রোড স্টেশন থেকে সংরক্ষিত টিকিট কেটে যাত্রী ওঠানামার সংখ্যা ছিল প্রায় নগণ্য। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে মাত্র তিন থেকে চার জন যাত্রী ওঠানামা করতেন। ফলে এত কম সংখ্যক যাত্রীর জন্য ট্রেন থামানোর কারণে অন্যান্য লোকাল ট্রেনের সময়সূচিতে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। এই সমস্যা সামাল দিতেই ওই ট্রেনগুলিকে এবার থেকে বিধাননগর রোড স্টেশন দিয়ে ‘থ্রু ট্রেন’ হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, স্বাভাবিক দিনে বিধাননগর রোড স্টেশনে দৈনিক প্রায় ১.৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন এবং প্রতিদিন ২১৬ জোড়া লোকাল ট্রেন এই স্টেশনে থামে। এত গুরুত্বপূর্ণ একটি স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজ বাতিল হওয়ায় যাত্রীদের একাংশ সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
কোন কোন ট্রেন দাঁড়াবে না, দেখে নিন এক ঝলকে:
- ১৩১৫৩ শিয়ালদা – মালদা টাউন গৌর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৫৪ মালদা টাউন – শিয়ালদা গৌর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৪৭ শিয়ালদা – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৪৮ বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৪৯ শিয়ালদা – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৫০ আলিপুরদুয়ার – শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৮৫ শিয়ালদা – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে বাতিল)
- ১৩১৮৬ জয়নগর – শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে বাতিল)