দুই শাটলারের ইতিহাস – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের বিরাট সাফল্য। শাইনা মনিমুথু (অনূর্ধ্ব-১৫) ও দীক্ষা সুধাকর (অনূর্ধ্ব-১৭) সোনা জিতে ইতিহাস গড়লেন। দীক্ষা অনূর্ধ্ব-১৭ বিভাগে প্রথম ভারতীয় মহিলা শাটলার যিনি এই খেতাব জিতলেন। ভারত মোট দুটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরছে।