গ্যালারিতে ‘টিফো’ বিপ্লব ইতালির উগ্রপন্থা থেকে কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ফুটবলকে বিশ্বব্যাপী আবেগ আর আনুগত্যের প্রতিশব্দ করে তুলেছে দু’অক্ষরের শব্দ ‘টিফো’। ইতালীয় ‘আল্ট্রা’ সংস্কৃতির ‘টাইফয়েড’ জ্বর থেকে জন্ম নেওয়া এই শিল্প এখন ইস্ট-মোহন ডার্বি থেকে ডর্টমুন্ডের ইয়েলো ওয়ালের পরিচিত ছবি। রাজনৈতিক ও সামাজিক বার্তা বহনকারী এই বিশাল গ্রাফিক্স ব্যানার এখন সমর্থকদের আত্মপরিচয় ও ক্লাবের প্রতি একবগগা ভালোবাসার জীবন্ত প্রতীক।