দালাল ধরে ভারতে অনুপ্রবেশ! গেদে সীমান্তে ৩১ জনকে ফেরত পাঠাল বিএসএফ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে শনিবার নদিয়ার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ। কাজের খোঁজে দালালের মাধ্যমে তারা ভারতে ঢুকে মুম্বই সহ বিভিন্ন শহরে শ্রমিক হিসেবে কাজ করত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিএসএফ ও বিজিবি-র মধ্যে এই হস্তান্তর সম্পন্ন হয়। ধৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন বৃহন্নলা ও ৩ জন শিশু রয়েছে। একই দিনে মালদাতেও দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।