অবহেলায় বাড়ছে বিপদ রাস্তায়! ৫ মাসে ৪.৫ লক্ষেরও বেশি মামলা, কেন হেলমেট পরছেন না বাইক আরোহীরা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
রাজ্যে হেলমেটবিহীন বাইক চালানোর প্রবণতা লাগামছাড়াভাবে বেড়ে চলায় গভীরভাবে উদ্বিগ্ন পরিবহণ দফতর। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই ৪.৫ লক্ষেরও বেশি হেলমেট না পরার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে হেডফোন কানে দিয়ে বাইক চালানোর কেসও প্রায় দ্বিগুণ হয়েছে। এই মারণ প্রবণতা রুখতে কঠোর পুলিশি হস্তক্ষেপ ও বৃহত্তর জনসচেতনতার উপর জোর দিচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ দুর্ঘটনা বাড়ির দেড় কিলোমিটারের মধ্যেই ঘটছে।