বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপনে মোদীর বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিশেষ অনুষ্ঠানের কথা ঘোষণা করেন তিনি। এছাড়া, তিনি গুজরাতে ম্যানগ্রোভ পুনরুজ্জীবন ও দেশীয় কুকুরদের সাহসিকতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ওড়িশার কোরাপুট-এ কফি চাষের উদ্যোগ এবং সংস্কৃত ভাষার পুনরুজ্জীবনে যুবসমাজের ভূমিকারও প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *