বিপদের অ্যালার্ম! হেলমেটবিহীন বাইকে লাগাম টানতে কড়া হচ্ছে পরিবহণ দফতর – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
রাজ্যে লাফিয়ে বাড়ছে হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা। গত তিন বছরে ১১ লক্ষ পার করেছে মামলার সংখ্যা। পরিবহণ দফতরের উদ্বেগ এই যে, মাত্র দেড় কিলোমিটার দূরত্বেও হেলমেট পরার তাগিদ নেই বাইক আরোহীদের। মৃত্যু কমাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিল প্রশাসন।