‘বন্দে মাতরম’ নিয়ে বিরাট ঘোষণা মোদীর! কী বললেন প্রধানমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বাঙালি অস্মিতা এবং জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। ভারতের জাতীয় স্তোত্রটির দেড়শো বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদযাপনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, দেশের ১৪০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার বিপুল ক্ষমতা এই ‘বন্দে মাতরম’-এর মধ্যে নিহিত রয়েছে। তাঁর মতে, যখনই কোনো বিপদ বা সংকট আসে, তখন এই স্তুতি উচ্চারণ করা উচিত। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই গানই দেশের নাগরিকদের মধ্যে দেশাত্মবোধকে জাগিয়ে তুলতে সক্ষম হবে। জাতীয় স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সরকার কী ধরনের বিশেষ আয়োজন করছে, এখন সেদিকেই নজর দেশবাসীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *