অবসরপ্রাপ্ত শুল্ক আধিকারিকের বাড়িতে ঢুকে মারধর, অটোচালকের কাণ্ডে সোনারপুরে তীব্র চাঞ্চল্য – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
সোনারপুরের অভিজাত আবাসনে শুল্ক দফতরের আধিকারিক প্রদীপ কুমারকে মারধরের অভিযোগ উঠল অটোচালক আজিজুল গাজীর বিরুদ্ধে। শুক্রবার রাতে অফিস থেকে ফেরার সময় বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে দলবল নিয়ে এসে আজিজুল প্রদীপ কুমারকে বেধড়ক মারধর করে। স্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ। গুরুতর আহত প্রদীপ পুলিশের কাছে অভিযোগ জানালে মূল অভিযুক্ত আজিজুল-সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।