তীব্র ভূকম্পন ভারত, জাপান ও মায়ানমারে, কোথায় কত ছিল রিখটার স্কেলে? – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভারতসহ জাপান ও মায়ানমারে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতে কর্ণাটক ও লাদাখে রিখটার স্কেলে ৩-এর বেশি কম্পন হলেও, জাপানের হোক্কাইদোতে মাত্রা ছিল ৫.৯। যদিও কোথাও কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও বহু জায়গায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *