৭৪ বছরে প্রয়াত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত সতীশ শাহ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
শনিবার ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় কমেডি অভিনেতা সতীশ শাহ, যিনি ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ইন্দ্রবদন সারাভাই চরিত্রে অমর। সম্প্রচারের সময় কম টিআরপি-তে ব্যর্থ হওয়া এই শোয়ের জন্যই তিনি পারিশ্রমিকে সমঝোতা করেছিলেন। রত্না পাঠকের সঙ্গে তাঁর পর্দার রসায়নের পেছনে ছিল পারিবারিক ঘনিষ্ঠতা। সন্ধ্যায় কাজ না করার শর্ত দিলেও সেটে রাত অবধি আড্ডা দিতেন। বিনোদন জগতে শোকের ছায়া।