কোচবিহারে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

২০১২ তে টেট পাস, চাকরিও বহাল! তবু কেন সার্টিফিকেট চাইছেন শিক্ষকেরা

পশ্চিমবঙ্গের ২০১২ সালের প্রাথমিক টেটে (Primary TET) উত্তীর্ণ কোচবিহারের শিক্ষকেরা এবার শিক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট চাইলেন। আদালতে টেট বাধ্যতামূলক হওয়ার নতুন রায়ের পর চাকরি বাঁচাতে এই পদক্ষেপ। শিক্ষকেরা বলছেন, টেট পাস করেই বৈধ নিয়োগ পেয়েছেন তাঁরা। কিন্তু এত বছরেও পাস সার্টিফিকেট মেলেনি, যা যোগ্যতার প্রমাণ ও কর্মজীবনের সুরক্ষাকবচ। সার্টিফিকেট না পেলে নতুন করে পরীক্ষায় বসার আশঙ্কায় তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *