ঠেকুয়া তৈরির সেই গোপন রহস্য যা আপনার পুজোর মুহূর্তকে আরও বিশেষ করে তুলবে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ছটপুজো মানেই ঘরে তৈরি খাস্তা ঠেকুয়া। বাংলার রান্নাঘরে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির বিশেষ রেসিপি জেনে নিন। ময়দা, সুজি, নারকেল ও বাদামের নিখুঁত মিশেলে তৈরি করুন এমন ঠেকুয়া যা হবে না শক্ত, না হবে নরম—মুখে দিলেই মিলিয়ে যাবে। পারফেক্ট মুচমুচে ঠেকুয়া এখন ঘরে তৈরি করা খুবই সহজ।