পার্ক স্ট্রিট রহস্যের সমাধান নেই বক্স খাটে পচা দেহ খুনিরা কি ভিন রাজ্যের – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাটে উদ্ধার পচাগলা দেহ নিয়ে ধোঁয়াশা। খুন হওয়া রাহুল লালের দুই সঙ্গীর পরিচয় নিয়ে বাড়ছে সন্দেহ। পুলিশ মনে করছে, অভিযুক্তরা ভুয়ো আধার জমা দিয়ে নিজেদের ওড়িশার বাসিন্দা বলে বিভ্রান্ত করেছে। সিসি ক্যামেরা নেই এমন রাস্তা ব্যবহার করে তারা পালানোর চেষ্টা করে। তদন্তে নেমে দুই স্টেশন ও ভিন রাজ্যের পুলিশের কাছে ছবি পাঠাল কলকাতা পুলিশ।