ব্যারাকপুরের ১৪৭ ঘাটে ছটপুজোর প্রস্তুতি কেমন? পরিদর্শনে পুলিশ কমিশনার-বিধায়করা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ব্যারাকপুর মহকুমার ১৪৭টি গঙ্গার ঘাটে ছটপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে। কাল, সোমবার মূল উৎসব। পূণ্যার্থীদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা, আলো, ভাঙা ঘাট ও রাস্তা মেরামতির কাজ জোরকদমে পরিদর্শিত হয়। পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, বিধায়ক ও পুর চেয়ারম্যানরা ঘাটগুলির হাল খতিয়ে দেখেন। পোশাক বদলের ঘরও তৈরি করা হয়েছে।