অক্টোবরের শেষেই ফের দুর্যোগ? জগদ্ধাত্রী পুজোয় ভাসবে কলকাতা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জগদ্ধাত্রী পুজোর আগেই রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।