ভয়ংকর! অজয় নদে দ্বিতীয়বার বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
এক মাসের মধ্যে ফের বীরভূমের বোলপুরে অজয় নদ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো একটি বোমা উদ্ধার হলো। বৃহস্পতিবার সকালে জাহানাবাদ এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে বস্তুটি ওঠে আসে। খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং বোম্ব স্কোয়াডকে জানায়। লাগাতার বালি তোলার ফলেই এই বোমাগুলি উঠে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। একদিন আগেই নিষ্ক্রিয় করা বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছিল পার্শ্ববর্তী এলাকা।