সন্তানকে ঘুম থেকে তুলতে মায়ের ‘ব্যান্ড পার্টি’ প্ল্যান! যা দেখে হাসির রোল নেটপাড়ায় – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘুমন্ত সন্তানদের জাগাতে এক মায়ের অভিনব কৌশল এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তিনি রীতিমতো পেশাদার ব্যান্ড পার্টি ডেকে ঘরে বাজনা শুরু করিয়ে দিয়েছেন। আচমকা উচ্চকিত সুরে বাচ্চাদের বিরক্তি ও মায়ের দুষ্টুমি—এই বৈপরীত্যের ভিডিওটি লাখ লাখ দর্শককে আকৃষ্ট করেছে। নেটিজেনরা বলছেন, এটি সন্তান জাগানোর এক মজার পন্থা, যা পারিবারিক বন্ধন মজবুত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *