বিপদের মুখে বাংলা! ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে ঠিক কী ঘটতে চলেছে? জানুন বাংলার ওয়েদার আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ দ্রুত স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলেই খবর। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে না পড়ার সম্ভাবনা রয়েছে, তবুও এর প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে কি এই সপ্তাহেও বৃষ্টিতে ভিজবে বাংলা? প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।

ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বৃদ্ধি

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, সোমবার সকালে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম, তারপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এরপর মঙ্গলবার গভীর রাতে এই প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছাকাছি অঞ্চল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে, যা কোনও কোনও ক্ষেত্রে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?

বিশেষজ্ঞরা মনে করছেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’র বাংলায় সরাসরি কোনো বড় প্রভাব ফেলার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে সমুদ্রে এই ক’দিন উত্তাল পরিস্থিতি থাকবে। সেই সঙ্গে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও আশঙ্কা রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে কড়া নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই।

তবে আগামীকাল, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় জোর বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওই দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

এই মুহূর্তে উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, চলতি সপ্তাহে সেখানেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *