রাতের কলকাতায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ভিক্টোরিয়ার সামনে, চারবার পাল্টি খেল স্করপিও – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাতের শহরে ফের জয়রাইডের রেশ। উইকেন্ডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তীব্র গতির সেডানের ধাক্কায় চারবার পাল্টি খেল একটি স্করপিও। ঘটনায় তিন আরোহী আহত হয়েছেন। ট্র্যাফিক সিগন্যাল ভেঙে বেপরোয়া সেডানটি ধাক্কা মারে স্করপিওকে। প্রত্যক্ষদর্শীর অভিযোগ, সেডানের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং গাড়ি দুটি আটক করে। দুর্ঘটনার জন্য মামলা রুজু হচ্ছে।