বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব! তৃণমূলের ডিজিটাল রণকৌশলে ‘গেরুয়া রাজ্যের অপরাধ’ কেন তুরুপের তাস? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাংলা ও তৃণমূলের বিরুদ্ধে একতরফা আক্রমণের দিন শেষ। ডিজিটাল প্ল্যাটফর্মে এবার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের তোলা প্রতিটি অভিযোগের যুক্তিসহ উত্তর দিতে এই রণকৌশল নিয়েছে জোড়াফুল ব্রিগেড।

শাসকদলের অভিযোগ, বিজেপি লাগাতার অপপ্রচার, কুৎসা ও বাংলাকে আসাম্মান করার চেষ্টা করছে। বিশেষত ২০২৬ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন টার্গেট বাংলা নীতি নিয়েছে দিল্লি থেকে স্থানীয় বিজেপি নেতারা। এই নেতিবাচক আচরণের মোকাবিলা করতেই তৃণমূল এখন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর জোর দিচ্ছে।

গত ১৬ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি। শুরুর মাত্র দশ দিনের মধ্যেই কয়েক লক্ষ মানুষ এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন। তৃণমূল নেতৃত্ব এই বিপুল সাড়ায় উচ্ছ্বসিত।

দলীয় সূত্রে দাবি, রাজ্যের মানুষ বাংলার সম্মান ও মর্যাদাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই যে রাজনৈতিক দল বা নেতারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা তাঁদের সামনে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে সংঘটিত অপরাধের ঘটনা তুলে ধরছেন।

মধ্যপ্রদেশের ইন্দোরে মহিলা ক্রিকেটারের উপর নির্যাতন, মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মহত্যা এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, উত্তরপ্রদেশে সাংবাদিক খুন, ত্রিপুরায় পুলিশ অফিসারকে মারধরের মতো ‘ডবল ইঞ্জিন রাজ্যে’র ঘটনাগুলিকেই আরও বেশি মাত্রায় সামাজিক মাধ্যমে সামনে আনছেন তৃণমূল কর্মীরা।

ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন এই প্রতিবাদী ঝড় চোখে পড়ছে। একসময় যাঁরা সামাজিক মাধ্যমে তেমন সক্রিয় ছিলেন না, ভোটের আগে সেই তৃণমূল নেতারাও এখন ‘ডিজিটাল যোদ্ধা’ হয়ে উঠেছেন। তাঁদের সকলের বক্তব্য একটাই—বিজেপি এতদিন তাদের আইটি সেলকে কাজে লাগিয়ে একতরফা অভিযোগ তুলছিল, কিন্তু এবার ডিজিটাল মাধ্যমেই ইঞ্চিতে ইঞ্চিতে তার জবাব দেওয়া হবে।

এই ডিজিটাল যুদ্ধে ডবল ইঞ্জিন রাজ্যগুলির অপরাধের খতিয়ান তুলে ধরে তৃণমূল কী বার্তা দিতে চাইছে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *