ভোট না দিয়ে বাংলায় ফেরা নয় কেন পরিযায়ী শ্রমিকদের? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
পাটনা রাজধানী এক্সপ্রেস ছেড়ে গেলেও হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে বিহারগামী পরিযায়ী শ্রমিকদের ভিড়। ছটপুজো ও আসন্ন ভোটের জন্য বাড়ি ফিরছেন তাঁরা। এই শ্রমিকরা সাফ জানালেন, তালিকায় নাম থাকায় ভোট দিয়েই তবে কলকাতায় কাজে ফিরবেন। স্টেশনে আরপিএফের বিশেষ ব্যবস্থা, তবুও রাজনীতিকদের অনুপস্থিতি চোখে পড়ার মতো। কেউ নীতীশের পক্ষে, কেউ ‘বিহার বদল’ চাইছেন।