কোথাও নেই সিটি স্ক্যান, খাতড়া হাসপাতালের বেহাল দশায় মেঝেতে প্রসূতি – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
বাঁকুড়ার জঙ্গলমহলের প্রধান ভরসা খাতড়া মহকুমা হাসপাতাল ধুঁকছে বেহাল পরিকাঠামোয়। দ্রুত রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে অমিল। বেডের অভাবে প্রসূতি ওয়ার্ডে মায়েদের মেঝেতে রাখা হচ্ছে, যার জেরে সম্প্রতি এক অন্তঃসত্ত্বা বারান্দায় মৃত সন্তান প্রসব করেন। হাসপাতাল সুপার বারবার আবেদন জানালেও এখনও মেলেনি পরিষেবা।