জলপাইগুড়ির ‘সোনার মেয়ে’ স্বপ্না বর্মণ! খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতিতে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ এবার রাজনীতির ময়দানে। ২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন দলের ‘অফার’ থাকলেও উত্তরবঙ্গের উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রে উন্নতির শর্তে দলে যোগ দেবেন এই অর্জুন পুরস্কারপ্রাপ্ত। জল্পনা উস্কে স্বপ্না জানিয়েছেন, সঠিক সময় ‘সারপ্রাইজ’ পাবেন সকলে।