সংঘর্ষ নিহত ৫ পাক সেনা সহ ৩০ – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে প্রশ্নচিহ্ন। ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্ত। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, আফগান সীমান্তের ওপার থেকে একদল জঙ্গি পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। আর সেই অনুপ্রবেশ ঠেকানোর জেরেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

সেনা সূত্রে খবর, এই সংঘর্ষে পাঁচ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, পালটা গুলিতে কমপক্ষে ২৫ জন জঙ্গি বা সন্ত্রাসী খতম হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

এই ঘটনা দুই দেশের মধ্যেকার সম্পর্ককে আরও জটিল করে তুলল। পাকিস্তানি সেনাবাহিনীর তরফে জারি করা এক বিবৃতিতে এই সংঘর্ষের জন্য পরোক্ষভাবে আফগান সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই পরিস্থিতিতে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেকার যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বিশ বাঁও জলে চলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে কী চলছে সীমান্তে? কেন বারবার এই সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *