ছটপুজোয় শুধু এই একটি জিনিস ব্যবহারেই আসে ধন-সম্পদ! আসল রহস্য কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

ছট পুজো এলেই ঘাট সেজে ওঠে, আর সেই সঙ্গে প্রতিটি ভক্তের হাতে দেখা যায় একটি জিনিস—বাঁশের ঝুড়ি। বাড়িতে ব্যবহার করা অন্য কোনো ধাতব পাত্র নয়, প্রথাগতভাবে কেন এই বাঁশের ঝুড়িতেই প্রসাদ রাখা হয়? এর পিছনে ঠিক কী কারণ লুকিয়ে আছে, তা জানলে চমকে যাবেন অনেকেই।

আসলে, ছট পুজোর সময় প্রসাদ বাঁশের ঝুড়িতে রাখার একটি গভীর ধর্মীয় কারণ রয়েছে। বিশ্বাস করা হয় যে বাঁশ সূর্য দেবের শক্তির প্রতীক। প্রাচীন কাল থেকেই এই প্রথা চলে আসছে।

বাঁশের একটি বিশেষ তাৎপর্য আছে। দ্রুত বর্ধনশীল এই বাঁশকে জীবনে দ্রুত উন্নতি ও অগ্রগতির প্রতীক হিসেবে দেখা হয়। ভক্তদের বিশ্বাস, বাঁশের ঝুড়িতে করে সূর্যদেবকে প্রসাদ নিবেদন করলে ঘরে ধন, সুখ এবং সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, নিঃসন্তান বিবাহিতরা এর ফলে সন্তান লাভ করেন এবং জীবনের সমস্ত দুঃখ-কষ্টের অবসান ঘটে বলেও মনে করা হয়। এই কারণেই বাঁশের ঝুড়ি ছাড়া ছট পুজোর রীতিনীতি আসাম্পূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *