অভূতপূর্ব! ২৪ হাজার মিটার পর্যন্ত ছাই-ধোঁয়া, ফিলিপিন্সে ফের ফুঁসছে তাল আগ্নেয়গিরি – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ফিলিপিন্সের তাল আগ্নেয়গিরি ফের ফুঁসে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২৬ অক্টোবর থেকে এই আগ্নেয়গিরির নতুন করে উদগীরণ শুরু হয়েছে।
জানা গিয়েছে, তাল আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা, ছাই এবং ধোঁয়ার পাহাড় প্রায় ২৪ হাজার মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে যাচ্ছে। গলগল করে লাভা ও ছাইয়ের উদগীরণের কারণে আকাশ দ্রুত কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। আগ্নেয়গিরির এই লেলিহান শিখা ও প্রবল উদগীরণ সেখানকার মানুষের মনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে।