এবছর দীপাবলিতে বাণিজ্য বেড়েছে ২৫ শতাংশ – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়া দিল্লি: এবছরের দীপাবলি শুধুমাত্র আলোর উৎসব নয়, এটি দেশের অর্থনৈতিক শক্তিরও এক বিশাল প্রতিচ্ছবি হয়ে উঠল। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) সমীক্ষা অনুযায়ী, এই দীপাবলিতে রেকর্ড ব্রেকিং ৬ লক্ষ ৪০ হাজার কোটি টাকার কেনাবেচা হয়েছে, যা গত বছরের তুলনায় এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ বেশি।
এই বিপুল বাণিজ্য বৃদ্ধিতে দেশের অর্থনীতি যে চাঙ্গা হচ্ছে, সেই দাবিই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, শুধুমাত্র এই উৎসবের মরসুমেই দেশে মোট সাড়ে ৬ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। এই পরিসংখ্যানকে অর্থনীতির দৃঢ়তার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
সমীক্ষা অনুসারে, মোট লেনদেনের মধ্যে ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকাই খরচ হয়েছে নানা ধরনের পণ্য কেনাবেচায়। ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্থানীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহের ফলেই এই অভাবনীয় সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। এই ২৫ শতাংশ বৃদ্ধি প্রমাণ করে যে উৎসবের হাত ধরে দেশজুড়ে বাণিজ্যের গতি কতটা বেড়েছে।