ফের আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা শ্রেয়স ও অলোক – এবেলা

এবেলা ডেস্কঃ
ফের আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা শ্রেয়স তলপাড়ে ও অলোক নাথ। উত্তরপ্রদেশের একটি থানায় এই দুই অভিনেতাসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি বিনিয়োগ সংস্থা, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শ্রেয়স এবং অলোক নাথ।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, ওই সংস্থাটি বিনিয়োগকারীদেরকে বড় অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে বাজার থেকে মোটা টাকা তুলেছিল। কিন্তু প্রতিশ্রুতি মতো লাভ দিতে না পারায় বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন বলে দাবি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের বাগপথ জেলার বাসিন্দা বাবলি নামের এক মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শ্রেয়স তলপাড়ে, অলোক নাথ এবং ওই সংস্থার সঙ্গে যুক্ত আরও ২২ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
অভিনেতা হিসেবে শ্রেয়স এবং অলোক নাথের জনপ্রিয়তা এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁরা সংস্থার প্রচারের মুখ হওয়ায়, এই মামলায় তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা বা তাঁদের দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।